চট্টগ্রাম এডিটরস ক্লাবের কার্য নিবার্হী কমিটি ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গঠিত হয়েছে। ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে সর্বশেষ বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। পার্বত্য বাণী পত্রিকার সম্পাদক মুজাহিদুল ইসলামের পবিত্র কোরাণ তেলোয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক।

৩১ ডিসেম্বর ২০২৪ ছিল এই সংগঠনের কার্য নিবার্হী কমিটির মেয়াদের সর্বশেষ দিন।মেয়াদন্তে গঠিত এই কমিটিতে সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন সভাপতি ও দৈনিক দেশ জনতার বাণীর সম্পাদক জিয়াউল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যন্যারা হলেন দৈনিক চট্টগ্রাম খবরের সম্পাদক শেখ মোহাম্মদ আরিফ সহ সভাপতি, দৈনিক সকালের চট্টগ্রামের সম্পাদক মাহাতাব উদ্দিন চৌধুরী সহ সাধারণ সম্পাদক, সাপ্তাহিক ইজতিহাদ পত্রিকার সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরী অর্থ সম্পাদক, দৈনিক বায়োজিদের সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য বাণীর সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, পাক্ষিক দি ক্রাইমের সম্পাদক আসিচ চন্দ্র নন্দী সমাজকল্যাণ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন মাসিক এজাহারের সম্পাদক শফিউল আজম, দৈনিক সমরের সম্পাদক আবদুল নাসের ও দৈনিক শাহ আমানতের সম্পাদক এম. এ. কাইয়ুম ।

প্রসংগত ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি ২০২৫- ২৬ সালের জন্য নির্বাচিত হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here