বিশেষ প্রতিবেদক: চট্টগ্রাম কলেজে ছাত্রদল ও সাধারন ছাত্রদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া। সাধারন ছাত্র ও ছাত্রদলের মধ্য সংগটিত এ ঘটনায় কয়েকজন হতাহতের খবর পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা ক্যাম্পাসে রাজনীতি করা সহ আরও কিছু দাবি নিয়ে অধ্যক্ষের সাথে স্বাক্ষাৎ করতে গেলে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। আহত ছাত্রদল কর্মীরা হলেন— সাইফুল করিম আরিয়ান, শরীফুল ইসলাম আবীর, নাঈম ভূইয়া, শোয়াইবুল ইসলাম ও আশরাফ। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হক রেজা এই হামলা কে ছাত্রশিবিরের পরিকল্পিত হামলা বলে দাবি করেন। তিনি বলেন, সাধারন শিক্ষার্থীদের নামে শিবির আমাদের কর্মীদের উপর পরিকল্পিত হামলা করে। আগেও বিভিন্ন সময় তারা ছাত্রদলের উপর হামলা করেছিল।
চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী বলেন, ‘সম্প্রতি বেশ কয়েকদফা আমাদের কর্মীদের ওপর হামলা করেছে শিবির। আজও কলেজে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রদল সন্দেহে মারধর করে এবং ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরে এ বিষয়ে আমরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করতে গেলে আবার হামলার স্বীকার হই।
এব্যপারে চট্টগ্রাম কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম স্বমন্বয়ক আবদুল মতিন বলেন কলেজ ক্যাম্পাসের বাহিরে একজন ছাত্রী উত্যাক্ত করা কে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে শুনছি। তারা ছাত্রদল কিনা জানি না।
চট্টগ্রাম মহানগর উত্তর শিবির সেক্রেটারি তানজির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি শিবির এই ঘটনায় জড়িত নয় বলে দাবি করেন। তিনি বলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সব সময় ক্যাম্পাসে সহাবস্থানে বিশ্বাসী। আমরা জাতির বৃহত্তর প্রয়োজনে প্রত্যেক প্রতিষ্ঠানে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করতে প্রস্তুত।