চট্টগ্রামের নতুনব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিক ভাবে হতাহতের ঘটনা জানা যায়নি।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার সময় শাহ আমানত সেতু (নতুনব্রিজ) পার হয়ে শহরমুখী একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে সড়কের পাশে থাকা ফলমূল বিক্রেতা ও হকারদের উপর উঠে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম এখনো উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এই মুহুর্তে আমিও ঘটনাস্থলে রয়েছি। ধারণা করছি দুজন মারা যেতে পারে। তবে তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।