সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এস ডি এফ) এর অর্থায়নে এইচডিএস মেডিকেল এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের সার্বিক সহযোগিতায় তিন মাস ব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান ২৬ মার্চ কক্সবাজার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে আগত জেলে পরিবারের বেকার যুবকদের জন্য গবাদি পশু ও হাঁসমুরগি পালন এবং প্রথমিক চিকিৎসা সংক্রান্ত তিন মাস ব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এসডিএফ এর “সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরাইন ফিসারিজ প্রোজেক্ট (এসসিএমএফপি) “এর অর্থায়নে হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি (এইচডিএস) এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান   এনএসডিএ এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনৈ এইচডিএস মেডিকেল এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এর উদ্যোগে এই প্রশিক্ষণ কোর্সটি শুরু হয়।

প্রতিটি ব্যাচে অবহেলিত জেলে পরিবারের ২৫ জন ছেলে/ মেয়ে নিয়ে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে তিন মাস ব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হবে। HDS Medical and Technical Institute এর কক্সবাজারস্থ রুমালিয়াছরা ক্যাম্পাসে ২৬মে ২০২৪ তারিখ বিকাল ৩টায় প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

সম্পূর্ণ আবাসিক এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রানী সম্পদ কর্মকর্তা জনাব ডা: মোঃ শাহাবুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসান মাসুদ, উপপরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়, চট্টগ্রাম, জনাব মো: মোয়াজ্জেম হোসাইন, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার,  এবং জীবন আরা তিথি, রিজোনাল অফিসার. এসডিএফ,   চট্টগ্রাম অঞ্চল।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জনাব রকিব উদ্দিন আহমাদ, রিজিওনাল কোর্ডিনেটর, এসডিএফ,   চট্টগ্রাম অঞ্চল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটি( এইচডিএস) এর ব্যবস্থাপনা পরিচালক ও এইচডিএস মেডিকেল এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো: জিয়াউল হক জিয়া। উল্লেখ্য যে,অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উন্নয়ন সহযোগী সংস্থা এসডিএফ এ প্রশিক্ষণ কর্মসূচির সমুদয় ব্যয়ভার বহন করবে।