আজ বিকাল ৪ টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। চট্টগ্রাম বিমান বন্দরের ফ্লাইট অপারেশন বিকাল ৪টা থেকে বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া দেশের বিমান বন্দরগুলো ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সতর্ক অবস্থানে রয়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বিমান বন্দরগুলোতে। সারোয়ার-ই-জামান আরো জানান, আমরা হেড কোয়ার্টারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এখন পর্যন্ত আমাদের বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে। তবে চট্টগ্রামে ঘূর্নীঝড়ের প্রান্তিক (পেরিফেরিয়াল) আঘাতের সম্ভাবনা রয়েছে আজ শনিবার (৯ নভেম্বর) দুপুরের পরে বিকাল ৪ টা থেকে ফ্লাইট অপারেশন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সংকেত গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে সারোয়ার-ই-জামান বলেন, দুর্যোগ মোকাবেলা পরিকল্পনা অনুযায়ী আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here