এপেক্স বাংলাদেশের জেলা ৩ এর উদ্যেগে প্রথম বোর্ড মিটিং, জাতীয় বোর্ড সদস্য সংবর্ধনা ও ইফতার মাহফিল চট্টগ্রামের ভিআইপি ব্যাঙ্ক কুইটের স্যামস’স রেস্টুরেন্টে গত ২৩ মার্চ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের লাইফ গর্ভনর ও অতীত জাতীয় সভাপতি এপে. রেজোওয়ান শাহেদী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতীত জাতীয় সভাপতি এপে. রুহুল মঈন চৌধুরী।
জেলা গভর্নর-০৩ এপে. জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে বিশেষ সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনআইআরডি এপে. জিমাম আহমেদ, এনএসডি এপে. নুরুল আমিন চৌধুরী আরমান, এনএডি এপে. সুপংকর বড়ুয়া, জাতীয় সচিব এপে. বশির আহম্মদ মনি (সূফি মনি), সিসিএসি এপে. নাসিম আহমেদ এবং আইপিডিজি-৬ এপে. আফসানা শিউলি প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিএনসডি এপে. এস.কে দত্ত অনুপ, পিডিজি-৩ এপে. মোসলেম উদ্দীন ও এপে. কামাল পাশা সহ জেলা-০৩ এর বিভিন্ন ক্লাব নেতৃবর্গ।