বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশের লিফলেট বিতরণ করবে বিএনপি

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী শনিবার সারাদেশে লিফলেট বিতরণ করার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী ৯ মার্চ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে মহানগর-সহ সারাদেশে লিফলেট বিতরণ করবে বিএনপির নেতাকর্মীরা।