মিয়ানমারের উত্তপ্ত সীমান্তে এবার মাইন বিস্ফোরণে ঘটনায় নতুন করে আতংক দেখা দিয়েছে। মাইন বিষ্ফোরণে মো. ইব্রাহিম নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উখিয়া এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ৪৬-৪৭ নম্বর পিলার এলাকা সংলগ্ন নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী জামছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম স্থানীয় ৭, ৮, ৯নং ওয়ার্ডের নারী ইউপি মেম্বার লায়লা বেগমের স্বামী ও স্থানীয় মেহের আলীর ছেলে।
আহত ইব্রাহিমের স্ত্রী লায়লা বেগম তার স্বামী কেন সীমান্তে গেছেন তা জানাতে পারেননি। নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের মাঝে সীমান্তে কারা মাইন পুতে রেখেছিল তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে।