ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারী তুষারপাতের কারণে কাশ্মীরে (জম্মু-কাশ্মীর) ৪ জনের মৃত্যু হয়েছে এবং সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে সেনাবাহিনীর মালামাল আনা-নেয়ার কাজে নিয়োজিত দুই কর্মী- মনজুর আহমেদ এবং ইশাক খান কুপওয়ারা জেলার ফরওয়ার্ড পোস্ট থেকে ফিরছিলেন। তখনই তারা তুষার ধসের মুখে পড়েন।
অন্য একটি ঘটনায় মৃত্যু হয় পাওয়ার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এক কর্মীর। ওই কর্মী ভারী তুষারপাতের কারণে ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ সংযোগ ফের চালু করার চেষ্টা করার সময় তার মৃত্যু হয়। এছাড়া শ্রীনগরের হাবাক অঞ্চলে গাছ চাপা পড়ে এক বাসিন্দার মৃত্যু হয়েছে। জানা গেছে, গাছটি বরফের ভার বহন করতে না পেরে ভেঙে পড়ে। মারা যাওয়া ব্যক্তি ওই গাছের নিচেই বসবাস করতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here