এই বৃষ্টি এত সহজে থামবে, দেখে তো মনে হচ্ছে না-ঠাট্টাচ্ছলে বললেন ওয়াকার ইউনুস।
এই বৃষ্টি ক্ষণিকের নয়। ঝড় হচ্ছে-যোগ করলেন ডমিনিক কর্ক। ধারাভাষ্য কক্ষে তাদের বাৎচিতে ক্রিকেটকে পেছনে ঠেলে জায়গা করে নেয় বৃষ্টি। স্থানীয় সময় বিকাল ৪টা ৫৩। তখনই বৃষ্টির আগমন। পূর্বাভাস ছিল। প্রস্তুতি হিসাবে রাখা হয় রিজার্ভ ডে। শেষ পর্যন্ত রিজার্ভ ডেতেই গড়াল এশিয়া কাপের সুপার ফোরের ভারত-পাকিস্তান মহারণ। রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ২৪.১ ওভারে দুই উইকেটে ১৪৭ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর স্থানীয় সময় রাত ৮টা ৪৩ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ম্যাচের বাকি অংশ হবে আজ রিজার্ভ ডেতে। ভারতের ইনিংস যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হবে খেলা। তবে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কাল ম্যাচ শুরুর সময় কলম্বোর আকাশ ছিল মেঘমুক্ত। রোদ হাসছিল। ম্যাচ শুরুর পর মেঘ জমতে শুরু করে আকাশে।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। অধিনায়ক রোহিত শর্মা (৫৬) ও শুবমান গিল (৫৮) উদ্বোধনী জুটিতে ১২১ রান তোলেন। পরপর দুই ওভারে দুজনকে ফিরিয়ে ম্যাচে ফেরে পাকিস্তান। ১৭তম ওভারে রোহিতকে থামিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন শাদাব খান। পরের ওভারে শাহিন আফ্রিদির শিকারে পরিণত হন গিল। ২৫তম ওভারে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় বিরাট কোহলি আট ও লোকেশ রাহুল ১৭ রান নিয়ে ব্যাট করছিলেন।
দুদলের গ্রুপপর্বের ম্যাচটি মাঝপথে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে পাকিস্তানের তিন পেসারের তোপের মুখে ২৬৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। সেই তুলনায় দুই ওপেনারের ঝড়ো ফিফটিতে ভারতের শুরুটা এবার ঢের ভালো হয়েছে।
