আমাদের জীবনে নারীর গল্প বাদ দিলে গল্প খুবই সামান্য। কিন্তু পুরুষের পাশাপাশি নারীদের সমান জায়গায় তুলে আনতে হবে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,
তিনি বলেন, অন্য সবকিছু বাদ দিয়ে শুধু তার সমাজে চলার বিষয়টিও যদি ধরা হয়, তবে একজন নারী যতগুলো বাধা অতিক্রম করেন, ঠিক সেই নারীকে সুপারগার্ল হিসেবে আখ্যায়িত করা যায়। আজ শুক্রবার (৮ নভেম্বর) ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে বাংলা একাডেমির নজরুল মঞ্চে ‘হার স্টোরি’ ফাউন্ডেশনের এক আয়োজনে এসব কথা বলেন তিনি।
শুধু আমাদের সমাজ নয়, সারাবিশ্বেই নারীদের গল্প চাপা পড়ে যায় মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘ইতিহাসে মাত্র কয়েকজনের কথাই আসে, সবারটা আসে না। আমাদের সেসব তুলে আনতে হবে।’
কৃষিকাজ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কৃষির শতকরা ৬০ ভাগ কাজ করে নারীরা। তারপরো আমরা কৃষক বললে শুধু পুরুষদেরই বুঝি। নারীদের কাজেরও মূল্যায়ন করতে হবে। সমতা ও সাম্যের বোধ এক করে তাদের গল্প খুঁজে আনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here