আজ শুক্রবার (৮ নভেম্বর) সকালে টেকনাফ জাহাজঘাট থেকে কোনো পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন উদ্দেশে ছেড়ে যায়নি। কক্সবাজার আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য হল ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ৪ নম্বর হুশিয়ারী সংকেত দেয়া হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। সেন্টমার্টিনে আটকে থাকা প্রায় ১২শ পর্যটক আজ ফিরতে পারছেন না। দ্বীপের আবাসিক হোটেলগুলোতে তারা নিরাপদে অবস্থান করছেন। আবহাওয়া স্বাভাবিক হলে গন্তব্যে ফিরবে আটকে পড়া পর্যটকেরা। হঠাৎ বৈরি আবহাওয়ায় প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে তারা আটকে গেছেন। তবে স্থানীয় প্রশাসন পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছে।
সমুদ্রে ৪ নম্বর হুশিয়ারী সংকেত থাকায় সেন্টমার্টিনগামী কোনো জাহান আজ শুক্রবার না ছাড়তে নির্দেশ জারি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার। কক্সবাজার আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য হল ঘূর্ণিঝড় বুলবুল ক্রমশ শক্তিশালী হচ্ছে। এটি শনিবার দুপুর অথবা বিকালের দিকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল এর প্রস্তুতি প্রসঙ্গে জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, ঘুর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুতি রয়েছে। এছাড়া পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের নিরাপদে নিয়ে আসা হবে।
উল্লেখ্য, ৪ নম্বর হুশিয়ারি সংকেত থাকলেও সকাল থেকে কক্সবাজারে বৃষ্টিপাত হয়নি। তবে আকাশ মেঘলা রয়েছে। বাতাসও স্বাভাবিক রয়েছে।