আজ ৭ নভেম্বর তথ্য মন্ত্রণালয় ২০১৭ ও ২০১৮ সালের ঢাকাই ছবির জনপ্রিয় চার নায়কের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় । এতে যৌথভাবে ২০১৭ সালের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাকিব খান ও নায়ক আরিফিন শুভ।
আরিফিন শুভর অভিনীত ঢাকা এটাক ২০১৭ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন শুভ।
‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয় নায়ক ফেরদৌস ২০১৮ সালে ‘পুত্র’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন । তিনিও পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুললেন ।
ফেরদৌসের পাশাপাশি যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিতে অভিনয় নৈপুণ্য দেখিয়ে জুরি বোর্ডের সদস্যদের মন জয় করেছেন তিনি। সেইসঙ্গে ক্যারিয়ারে প্রথমবারের মতো রাষ্ট্রীয় এই স্বীকৃতি পেলেন সাইমন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here