ঢাকাসহ ২০ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়েছে— রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে
এদিকে বুধবার রাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
কীভাবে আবহাওয়ার আপডেট জানবেন
বিশ্বের বিভিন্ন দেশের ওয়েবসাইট রয়েছে, যারা স্যাটেলাইটের মাধ্যমে প্রতি মুহূর্তের আবহাওয়ার আপডেট জানায়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে ঢাকাসহ সারাদেশের ৮ বিভাগীয় শহর (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) ও বিভিন্ন জেলার আবহাওয়ার খবর, ঘূর্ণিঝড় ও বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়। এছাড়া আজকের আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে কিনা ও আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসও পাওয়া যায়।
প্রতিবেশী ভারতের রাজধানী নয়াদিল্লি ও কলকাতার আজকের ও আগামীকালের আবহাওয়া সম্পর্কে লাইভ আপডেট জানাতে পারবেন।