সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম ও জয়পুরহাট জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডলসহ গত পাঁচ দিনে জামায়াতের প্রায় ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম সোমবার (৩১ জুলাই) এক বিবৃতি প্রদান করেছেন।
সেক্রেটারি সোলাইমান হোসেনকে গ্রেফতার করা হয়। ৩১ জুলাই সোমবার দিনাজপুর সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুল্লাহ বেলালী ও মাওলানা মোকছেদুল ইসলামসহ চারজন এবং ৩০ জুলাই দিবাগত রাতে বগুড়া জেলা জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়ে জিনিসপত্র ভাঙচুর ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়। গত ২৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত পাঁচ দিনে সারা দেশে জামায়াতে ইসলামীর প্রায় পাঁচশতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। আমি সরকারের এই অন্যায় গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে গোটা জাতি ঐক্যবদ্ধ। সরকারের সকল অপচেষ্টা নস্যাৎ করে দিয়ে গত ২৮ ও ৩০ জুলাই জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বর্তমান জালেম সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই।
সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম ও জয়পুরহাট জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডলসহ জামায়াতের সকল নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসাথে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
প্রেস বিজ্ঞপ্তি