চট্টগ্রাম-১০ উপনির্বাচন: ১০০ কেন্দ্রে এগিয়ে নৌকার প্রার্থী

চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে ১০০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু।

রোববার (৩০ জুলাই) সন্ধ্যা ছয়টা থেকে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ভোট গণনা শুরু হয়।

 

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১০ ভোট কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৩৪ হাজার ১৬৩ ভোট।

জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩ ভোট।

এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ৮২৪ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি) পেয়েছেন ৩৮৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) পেয়েছেন ২৯৫ ভোট, মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) পেয়েছেন ২৫৬ ভোট।

 

এ নির্বাচনে ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯২৯ জন পুরুষ এবং ২ লাখ ৩৯ হাজার ৬৮০ জন নারী ভোটার।