এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ২৯। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন। গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ—দুটিই কম।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন। পরীক্ষায় উপস্থিত ছিল ১ লাখ ৫৩ হাজার ৩৮৩। এর মধ্যে ছাত্র ৬৭ হাজার ৮৯২, ছাত্রী ৮৫ হাজার ৪৯১।
এবার পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৬ পরীক্ষার্থী। ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৭৫। ছাত্রীদের পাসের হার ৭৮ দশমিক ৭২।
এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৮৪। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮২ দশমিক ০৬। মানবিক বিভাগে পাসের হার ৬৫ দশমিক ৪১।
নারায়ণ চন্দ্র নাথ জানান, বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪৪৬ ছাত্রী ও ৫ হাজার ৪ ছাত্র।
নারায়ণ চন্দ্র নাথ বলেন, চট্টগ্রাম নগরে পাসের হার ৮৫ দশমিক ৪৩, উপজেলায় এ হার এবার ৭৮ দশমিক ১০।
কক্সবাজার জেলায় পাসের হার ৭৭ দশমিক ২৫। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৬৭ দশমিক ৯২, খাগড়াছড়ি জেলায় ৬৮ দশমিক ৩৭ শতাংশ এবং বান্দরবান জেলায় ৭০ দশমিক ৩০ শতাংশ।
বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮৭১, ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪১৭ এবং মানবিকে ১৬২ জন।
গত ৩১ এপ্রিল পরীক্ষা শুরু হয়। ১ হাজার ১০৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২১৬টি কেন্দ্রে পরীক্ষায় বসে। এবার শতভাগ পরীক্ষার্থী পাস করেছে, এমন বিদ্যালয়ের সংখ্যা ৪৫।