এইচডিএস মেডিকেল ইনস্টিটিউটের ছাত্র/ছাত্রীদের সার্টিফিকেট বিতরন অনুষ্ঠান
আজ ১০ জুন বিকাল তিন ঘটিকায় এইচডিএস মেডিকেল ইনস্টিটিউটের ছাত্র/ছাত্রীদের DMS ও কেয়ারগিভিং কোর্সের সাটিফিকেট বিতরণ ও ফেয়ার ওয়েল-২০২৩ অনুষ্ঠান সম্পন্ন হয়। একইসাথে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে ৩ মাসের ইন্টার্নশীপ সাটিফিকেট বিতরণ করা হয়।
সাটিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. শেখ ফজলে রাব্বি, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল, চট্টগ্রাম।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, কাজি শফিউল আলম, যুগ্ম-সচিব (অবসর প্রাপ্ত) বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়, চট্টগ্রাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শওকত আল-আমিন, পরিসংখ্যানবিদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল, চট্টগ্রাম, ও ডা. কানিজ ফাতেমা কেয়া, প্রশিক্ষক, এইচডিএস মেডিকেল ইনস্টিটিউট।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক জিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কর্মই জীবন, সকলকে দক্ষতামূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মের দিকে উৎসাহিত করেন। তিনি আরো বলেন, বৈধ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে সমাজের অসহায় আশরাফুল মাখলুকাত তথা মানব সেবার জন্য অনুরোধ করেন।
 
বিশেষ অথিতি বলেন, শিক্ষিত বেকারত্ব দূরীকরণে হাতে কলমে শিক্ষার বিকল্প নেই। তিনি সকল শিক্ষিত ছেলেমেয়েদেরকে ডিএমএস, কেয়ারগিভিং, মেডিকেল স্ক্যাইভিং ইত্যাদি প্রফেশনাল কোর্স করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালে ইন্টার্নশীপ করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন।
প্রায় ৬০ জন ছাত্র/ছাত্রীদের উপস্থিতি ও আন্তরিক সহযোগীতায় অনুষ্ঠান শেষ হয়।