বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যানের শুন্য পদে উপ নির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে।
আজ (২৩ জানুয়ারি) সোমবার নিবার্চন কমিশন এ সময়সূচি ঘোষণা করেছেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে পত্রে জানা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় ২ লাখ ১৬ হাজার ৮১৭ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ ও ১ লাখ ১ হাজার ৭২৫ মহিলা ভোটার রয়েছেন।
প্রসঙ্গত বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম গত বছরের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
গত ৪ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা দিয়ে উপনির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
মরহুম নুরুল আলম ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।