সীতাকুণ্ড প্রতিনিধিঃ-
দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে সীতাকুণ্ডে উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২। আজ ০৯ ডিসেম্বর শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সামাজিক সংগঠন ইপসাসহ আরো অনান্য সংগঠন অংশগ্রহন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। দুর্নীতি প্রতিরোধ কমিটি সীতাকুণ্ড উপজেলা শাখা সহ-সভাপতি মো:নাছির উদ্দিন ভূঞার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক দুদক মুসাব্বির আহমেদ, ইন্জিনিয়ার গোলাম মোস্তফা, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহআলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমু নাহার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন নাহার,সীতাকুণ্ড প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অনিক, প্রমুখ।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সভাপতি আবু জাফর মোঃ সাদেক।