চট্টগ্রামের খাতুন গঞ্জে মিশর ও চীন থেকে আমদানি করা পিঁয়াজ অতিরিক্ত মূল্যে বিক্রি করায় কয়েক আড়তদারকে (কমিশন এজেন্ট) ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত কাল বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালি অভিযানে এ জরিমানা করা হয়।
তৌহিদুল আলম বলেন, ‘মিশর ও চীনের পিঁয়াজ ৪০-৪৫ টাকা আমদানি মূল্য হলে পাইকারিতে ৫০ টাকায় বিক্রি করার কথা। কিন্তু তানা করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। একই সঙ্গে তারা কোনো আমদানির কাগজপত্রও দেখাতে পারেনি। পিঁয়াজের বাজারকে তারা অস্থির করে তুলেছে। অথচ খাতুনগঞ্জের পিঁয়াজের ব্যবসায়ীরা এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রতিশ্রুতি দিয়েছেন।’