HDS Medical Institute এর ছাত্র ছাত্রীদের ইন্টার্নশীপ শুরু

HDS Medical Institute
আজ থকে HDS Medical Institute এর ছাত্র ছাত্রীদের ইন্টার্নশীপ, ২৫০ শয্যা বিশিষ্ট আন্দরকিল্লা জেনারেল হসপিটালে শুরু হয়েছে। হসপিটালের সেমিনার কক্ষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ( উপ-পরিচালক) ডা: শেখ ফজলে রাব্বি মহোদয়, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ড: গোলাম মোস্তফা জামান।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের পরিসংখ্যানবিদ আলহাজ্ব শওকত আল আমিন। এছাড়াও HDS Medical Institute এর ৫০ জন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।