ডেস্ক রিপোর্ট

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদে আগামী ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১৪ ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (২৫ এপ্রিল) রাতে নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাঁশখালী উপজেলার ১৪ ইউনিয়নগুলো হলো পুকুরিয়া, সাধনপুর, খাওখানবাদ, বাহারছড়া, কালিপুর, বৈলছড়ি, কাথরিয়া, সরল, শীলকুপ, চাম্বল, পুঁইছড়ি, শেখেরখীল, ছনুয়া ও গন্ডামারা।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মেম্বার পদে মনোনয়ন দাখিলের শেষ সময় আগামী ১৭ মে। ১৯ মে এসব মনোনয়নপত্র যাছাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। এবং প্রতীক বরাদ্দ ২৭ মে। আরও জানা যায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি-১৫ অনুসারে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ২২ মে। দায়েরকৃত আপিল ২৫ মে-এর মধ্যে নিস্পত্তি করতে হবে এবং ২৭ মে-এর মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই অন্যান্য ইউনিয়নগুলোতে বইছে নির্বাচনী জোয়ার, মানুষের মাঝে দেখা দিয়েছে খুশির আমেজ। নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন অনেকেই। অনেকে আবার দলীয় প্রতীক থাকায় নিজ নিজ দলের শীর্ষমহলেও দৌড়ঝাঁপ শুরু করেছেন। আর দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে চায়ের কাপে ঝড় তুলছেন বাঁশখালী ইউনিয়নের সাধারণ ভোটাররা।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এ জন্য যা যা করা প্রয়োজন, সব পদক্ষেপ নেওয়া হবে।