পবিবেশ বন্ধু গাছ লাগানোর উপযুক্ত সময় চলছে এখন। তাই পরিবেশ রক্ষা, সৌন্দর্য ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড ফৌজিয়ানস এসোসিয়েশন(ওফা) হাতে নিয়েছে বৃক্ষরোপন কর্মসূচী। ২৬ জুন ২০২১ তারিখে ফৌজদারহাট ক্যাডেট কলেজের ক্যাম্পাসে ‘বৃক্ষরোপন কর্মসূচী ২০২১’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
ওফার সম্মানিত সদস্যবৃন্দ, ওফার ইসি কমিটির সদস্যবৃন্দ এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রশাসন ও সম্মানিত শিক্ষকবৃন্দের উপস্থতিতে উক্ত অনুষ্ঠান প্রানবন্ত হয়ে উঠে। অন্যান্যের মধ্যে কলেজের অধ্যক্ষ জনাব নাজমুল হক সিকদার, এডজুটেন্ট মেজর জায়েদ উপস্থিত ছিলেন। ওফার পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি জনাব কামরুল ইসলাম মজুমদার ও সেক্রেটারী জেনারেল জনাব ইমরান খান। বিভিন্ন পর্যায়ে এ বছর ফৌজদারহাট ক্যাডেট কলেজ ক্যাম্পসে প্রায় সহস্রাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপনের পরিকল্পনা গ্রহন করেছে ওফা।
