লকডাউনের তৃতীয় দিনে সনি-র‍্যাংগস সহ ৪৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার ঘোষিত সপ্তাহব্যাপী চলমান লকডাউনের তৃতীয় দিনেও নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করায় হালিশহর এলাকার সনি- র‌্যাংগস সহ ৪৫ প্রতিষ্ঠানকে ২৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।
শনিবার (৩ জুলাই) নগরের পাঁচলাইশ, কাজির দেউরি, খুলশী, বায়েজিদ, পতেঙ্গা, ইপিজেড, সদরঘাট, কোতোয়ালী, পাহাড়তলী, আকবরশাহ, চান্দগাঁও, হালিশহর ও ডবলমুরিং এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের নয় নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নগরের পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা। এসময় ৫ মামলায় ১ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেন। নগরের কাজির দেউরি এলাকায় অভিযান পরিচালনা করে ৭ মামলায় ১ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান।

এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইনামুল হাসান নগরের খুলশী ও বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে ২ মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। নগরের পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। এ সময় তিনি ৪ মামলায় ২ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করেন।

নগরের সদরঘাট ও কোতোয়ালী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন অভিযান পরিচালনা করে ৫ মামলায় ১ হাজার ৬শ’ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন নগরের পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস নগরের চাদগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৭ মামলায় ৭ হাজার ৮শ’ টাকা, নগরের হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করে ৫ মামলায় ২ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ৪ মামলায় ২ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উমর ফারুক বলেন, সরকার ঘোষিত বিধি-নিষেধ সফলভাবে বাস্তবায়নের জন্য নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিধিনিষেধ না মানায় বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট এবং শপিংমলের ব্যবসায়ীদের জরিমানা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানতে সচেতন করা হয়। জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।