আ.এফ.বি মায়ের দোয়া-১ নামক মাছ ধরার ট্রলার যার সরকারী রেজিস্টেশন নাম্বারঃ ১০৪৪৮ এবং দুবলা বি.এল.সি নাম্বারঃ ৮৯৪, জলদস্যু কতৃক ডাকাতির স্বীকার হয়েছে।

২৩ জানুয়ারি আনুমানিক ৯ ঘটিকার সময় সাগরে (সুন্দর বন দ্বীপ) মাছ ধরার সময় ট্রলারটি ভোলার জেলার নুরবাদ, হাজির হাট, রাস্তার মাথা এলাকার শফি মাঝির ট্রলার (রাজিয়া সুলতানা) সহ মোট চারটি ট্রলার একযোগে আ.এফ.বি মায়ের দোয়া-১ নামক মাছ ধরার ট্রলার জলদস্যু কতৃক হামলা ও ডাকাতি হয়ে মাছ ধরার জাল সহ ট্রলারে থাকা মালামাল চিনিয়ে নেওয়ার অভিযোগ।

এই ঘটনা প্রসঙ্গে জলদস্যু কতৃক হামলার স্বীকার হওয়া ট্রলারটির মালিক জাহেদুল হক জাহেদ জনতার বাণীকে এই বিষয়ে নিশ্চিত করে বলেন, জানুয়ারির ২৩ তারিখ আনুমানিক ৯ ঘটিকার সময়
আ.এফ.বি মায়ের দোয়া-১ মাছ ধরার ট্রলারটি সাগরে (সুন্দর বন দ্বীপ) মাছ ধরার সময় ভোলার জেলার নুরবাদ, হাজির হাট, রাস্তার মাথা এলাকার শফি মাঝির ট্রলার (রাজিয়া সুলতানা) সহ মোট চারটি ট্রলার একযোগে আ.এফ.বি মায়ের দোয়া-১ নামক মাছ ধরার ট্রলারকে হামলা পূর্বক জলদস্যুরা আক্রমণ করে ট্রলারে থাকা মাছ ধরার মালামাল সহ ট্রলারে থাকা বিভিন্ন জিনিস চিনিয়ে নেয়। যেখানে ৬টি বিথী জাল সহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে য়ায়।
তিনি আরো জানান উক্ত মালামাল উদ্বারের জন্য দুবল বন বিভাগ ও দুবলা কোস্ট গার্ডকে লিখিত ভাবে অবহিত করা করা হয়েছে। তিনি বলেন ডাকাত জলদস্যুরদের ট্রলার ক্রোক করে ডাকাতি হওয়া মালামাল গুলো উদ্বার করে এবং ডাকাত দের আইনের আওতায় আনার জন্য বিভিন্ন কতৃপক্ষের নিকট আবেদন করেছি।