দেশ জনতারবানী ডেস্কঃ

নগরীর ২৮নং পাঠানটুলী এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে বাবুল হত্যা ঘটনায় ‘বিদ্রোহী’ কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরসহ চারজনের আরো একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে আসামিদের মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে নগর গোয়েন্দা পুলিশ। আদালত আবেদনের শুনানি শেষে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহাদাত হোসেন মহানগর নিউজকে বলেন, বাবুল সর্দার খুনের ঘটনায় আমরা দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের জন্য মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল কাদের, হেলাল, ডলার ও দেলোয়ার রশিদের সাতদিনের রিমান্ড আবেদন করি। আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

এদের মধ্যে দেলোয়ার রশিদ র‌্যাবের হাতে নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার হন। অন্যরা ঘটনার দিন মোগলটুলি থেকে পুলিশের হাতে আটক হন। পরে মামলা দায়ের হলে তাদের গ্রেফতার দেখানো হয়।

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি রাত ৯টার দিকে পাঠানটুলীর মগপুকুর এলাকায় প্রতিদ্বন্দ্বী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে স্থানীয় মহল্লা সর্দার আজগর আলী বাবুল নিহত হন। একই ঘটনায় মাহবুব নামে আরেক কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনার জন্য নজরুল ইসলাম বাহাদুর আবদুল কাদেরকে দায়ী করলেও, গ্রেফতার হওয়ার আগে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাহাদুরের অভিযোগ অস্বীকার করেন।

নজরুল ইসলাম বাহাদুর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য এবং ২৮নং পাঠানটুলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী। ২০১০ সালে তিনি ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।

অপরদিকে নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল কাদের ২০১৫ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন।

আরো পড়ুনঃ সন্ত্রাসী নুরুকে তিন দিনের রিমান্ড