দেশ জনতারবানী ডেস্কঃ

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ১০ টাকার চাল এখন ৭০ টাকায় খেতে হচ্ছে। পাঁচ টাকার লবণ এখন ৩২ টাকায় খেতে হচ্ছে। ভাওতাবাজির নামে ৪৯ বছর রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকেছে। জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষের অধিকার আদায়ে পাকিস্তানি আমলে যেমন রক্ত ঝরাতে হয়েছে, এখনও ঝরাতে হচ্ছে।

আরো পড়ুনঃ কয়েকজন এমপির কাজ হচ্ছে রাত জেগে মদ পান করা ও নারী ধান্দা করা

নূরের সহযোগী সংগঠন ‘যুব অধিকার পরিষদ’ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশের আয়োজন করে। এসময় আরও বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।