দেশ জনতারবানী ডেস্কঃ
দেশ জনতার বানীতে সংবাদ প্রকাশের পর টাকা ফেরত দিতে রাজী হলো বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ।
“করোনা কালেও টিউশন ফি’র নামে থেমে নেই বেপজা স্কুল” এই শিরোনামে গত ৬ জানুয়ারি (বুধবার) সংবাদ প্রকাশের পর টনক নড়ে উঠে নগরীর বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের। অফিসিয়াল কোনো অভিবাবকদের প্রতি কোনো নির্দেশনা না আসলেও সূত্রমতে জানা যায় শিক্ষার্থীদের বর্ধিত টাকা ফেরত দেবে কর্তৃপক্ষ।
প্রথমে যেখানে ৮ম,৯ম ও ১০ম শ্রেনীর পুনরায় ও নতুন ভর্তি প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ৯ হাজার ৮’শ ৯৫ টাকা থেকে শুরু করে ১১হাজার ৭’শ ৯৫ টাকা বা প্রায় ১২ হাজার টাকা করে নিচ্ছিলো প্রতিষ্ঠানটি সেখানে এখন সেশন ফি এর নামে শুধু মাত্র তিন হাজার এবং মাসিক বেতন বাবদ ৫’শ হতে ৯’শ পঞ্চাশ টাকা অর্থ্যাৎ মোট সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা নেওয়া হচ্ছে। কমে এসেছে প্রায় ৬ থেকে ৮ হাজার টাকা।
গত ১৮ নভেম্বর মাউশি একটি বিজ্ঞপ্তি মতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (এমপিওভুক্ত ও এমপিওবিহীন) শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি গ্রহণ করবে। কিন্তু অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করবে না বা করা হলে তা ফেরত দেবে অথবা তা টিউশন ফির সঙ্গে সমন্বয় করবে।
২০২১ সালের শুরুতে যদি কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন ফির নামে অর্থ নিতে পারবে না।