দিহান জোরপূর্বক ইংলিশ মিডিয়াম স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করেছে কিনা বা সম্মতিক্রমে যৌনকর্ম করেছে তা ফরেনসিক ও সোয়াব টেস্টের পর জানা যাবে বলে জানিয়েছেন ডিএমপির রমনা জোনের ডিসি মো. সাজ্জাদুর রহমান।
আজ শুক্রবার দুপুরে এক ব্রিফিং-এ এমনটা বলেন তিনি। তিনি আরও বলেন, এর পেছনে অন্যকেউ ছিলো কিনা সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে। সুরতহালে ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রীর শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এরআগে, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগানের ডলফিন গলির এক বাসায় রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ লেভেলের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ওই ছাত্রীর এক সহপাঠীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আটক ফারদিন ইফতেখার দিহান গ্রুপ স্টাডির কথা বলে তাকে বাসায় ডেকে নেয়। পরে অসুস্থতার কথা বলে দিহান নিজেই গাড়ি চালিয়ে ওই ছাত্রীকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেয়।
ডাক্তাররা জানান, তার আগেই ওই ছাত্রী মারা যায়। অভিযুক্তরাই পুলিশকে ফোন দিয়ে এ ঘটনার কথা জানায়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেয়া হয়।