বার্সেলোনার সঙ্গে এখনও নতুন চুক্তি করেনি লিওনেল মেসি । তাতে জুনের পর ন্যু ক্যাম্পে হয়তো দেখা যাবে না আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। তাকে চুক্তির দৌড়ে এখন পর্যন্ত কেবল ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ত জার্মেইর নাম শোনা যাচ্ছে। এই গুঞ্জনের ডালপালা আরও ছড়িয়ে পড়লো পিএসজির নতুন কোচ হিসেবে মাউরিসিও পচেত্তিনোর প্রথম সাংবাদ সম্মেলনের পর।
মেসির জন্য পিএসজির দরজা উন্মুক্ত করে দিলেন তার স্বদেশী কোচ। এমনকি পচেত্তিনোর আগের ক্লাব টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড ডেল্লে আলীর পার্ক দে প্রিন্সেসে আসার গুঞ্জনও সত্যি হতে পারে। তবে এসব সম্ভাবনাময়ী চুক্তির ব্যাপারে এখন কোনও কথা বলতে চান না ৪৮ বছর বয়সী কোচ।
আপাতত পিএসজির ডাগ আউটে নিজের ও কোচিং স্টাফদের অবস্থান শক্ত করার লক্ষ্য তার, ‘আমরা সব গুঞ্জনকে একপাশে সরিয়ে রাখছি। আমরা কথা বলতে (সম্ভাব্য চুক্তি নিয়ে) চাই না, আপাতত নিজেদের মানিয়ে নিতে চাই। মেসি? ডেল্লে আলী? সব দুর্দান্ত খেলোয়াড়কে পিএসজিতে স্বাগত।’
দলে নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও আনহেল দি মারিয়ার মতো দারুণ সব খেলোয়াড় পাচ্ছেন পচেত্তিনো। তারপরও তিনি তৈরি আরও দুর্দান্ত খেলোয়াড়দের বরণ করতে, ‘এখানে আমার আছে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়রা এবং আমি অন্যদেরও স্বাগত জানাতে তৈরি।’
থোমাস টুখেলের উত্তরসূরি আরও বলেছেন, ‘সবচেয়ে বড় ক্লাব না হলেও এটা অনেক বড় বড় ক্লাবগুলোর একটি। তাই গুঞ্জন থাকবেই। আমরা কেবল আসলাম, এখন এসব নিয়ে কথা বলার সময় নয়।’