সুন্দরী নারীর প্রলোভনে অভিনব প্রতারণাঃ গ্রেফতার ০১

নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় গত ১৪ই ডিসেম্বর ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে ওমর ফয়সাল রনি (২২) কে গ্রেফতার করে পাহাড়তলী থানা পুলিশ।

সেদিন এক সুন্দরী নারী নগরীর আগ্রাবাদে মোঃআসাদুজ্জামান সুমন নামক ব্যক্তির মোটরসাইকেলের নিকট গিয়ে অনুরোধ করে তাকে মোটরসাইকেলে গন্তব্য স্থলে পৌছে দেওয়ার জন্য। অনুরোধ উপেক্ষা না করে সুমন তাকে নিয়ে রওনা দেয়। এসময় প্রতারক নারী সুমনকে সু-কৌশলে পাহাড়তলী থানাধীন দক্ষিন কাট্টলীস্থ রুপালী আবাসিক এলাকার হাজী সোলায়মান ভবন এর ছাদে নিয়ে যায়।

সেখানে আগে থেকে তার সহযোগীদের অবস্থান ছিলো। তাদের সহযোগিতায় সুমনের বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড সহ নগদ ২৯ হাজার টাকা ও চারটি মোবাইল সেট হাতিয়ে নেয় প্রতারকচক্র।

উক্ত ঘটনার প্রেক্ষিতে অজ্ঞাতনামা সুন্দরী নারী ও তার সহযোগীদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় সেদিন মামলা রুজু করা হয়।

আজ দুপুরে ঘটনার সাথে জড়িত রনিকে গ্রেফতার সহ মোঃ আসাদুজ্জামান সুমন এর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।