জনতার বাণী অনলাইন ডেস্ক
আমিরাতগামী ভিজিট ভিসাধারীদের হয়রানি বন্ধের আহ্বান।
আমিরাতগামী ভিজিট ভিসাধারীদের এয়ারপোর্টে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার আবুধাবির উপশহর বানিয়াছে বানিয়াছ স্টার বিল্ডিং মেটেরিয়াল ট্রেডিং উদ্বোধনকালে তারা এ দাবি জানান।
ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ও বিল্ডিং মেটেরিয়ালসের নানাবিধ জিনিসপত্রের বিপুল সমাহার নিয়ে আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মাওলা, আলহাজ্ব আবু তাহের ও মোহাম্মদ আবু রাশীদের যৌথ উদ্যোগে বানিয়াছের আট নম্বরে সাদ আল মাহরিব ফার্মেসি সংলগ্ন বানিয়াছ স্টার বিল্ডিং মেটেরিয়ালসের যাত্রা শুরু হলো। শুক্রবার বাদে মাগরিব স্থানীয় স্পন্সর স্যায়েদ মোহাম্মদ আল মানসুরী ও মোবারক মোহাম্মদ আল মানসুরী ফিতা কেটে এর উদ্ভোধন করেন।
এ সময়ে বিশিষ্ট আলেম হাফেজ আবদুল মন্নান, ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর, ব্যবসায়ী ইসলাম শফি, ব্যবসায়ী আবু তালেব, কুতুব উদ্দীন, মোহাম্মদ গিযাস উদ্দীন তানভীর, কমল বড়ুয়া, আবদুল মন্নান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুস্ঠানে স্থানীয় দুই স্পন্সর আমিরাতে করোনাকালীন সময়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশি ব্যবসায়ীদের ভুয়সী প্রসংসা করেন।
উদ্বোধনকালে মালিকগণ করোনা মহামারীতে আমিরাত সরকারের দেওয়া ভিসা পরিবর্তন ও ভিসা লাগানোর সুযোগের সদ্ব্যাবহার করতে ভিজিট ভিসাধারী আমিরাতগামী প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি বন্ধ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।