প্রথম চার ম্যাচে লড়াই করলেও জয়ের মুখ দেখতে পারেননি। তবে অবশেষে জয় পেল টিম টাইগ্রেস। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ১ উইকেটে হারিয়ে সমতায় সিরিজ শেষ করেছে সফরকারীরা। লাহোরে আগে ব্যাট করে ২১১ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে এক বল ও এক উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে এক সময় ২ উইকেটে একশ’র বেশি রান তুলে সহজ ম্যাচ কঠিন করে জিতেছেন সালমা-রুমানারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ড্রয়ে শেষ করে দেশে ফিরছে টিম টাইগ্রেস। পাকিস্তান ইনিংসের জবাব দিতে নেমে প্রথমসারির পাঁচ ব্যাটসম্যানের চারজনই রান পান। একমাত্র নিগার সুলতানাই কেবল রানের খাতা খুলতে পারেননি। ২৯ রানের ওপেনিং জুটি গড়তে ২৪ রান করেন শারমিন সুলতানা। আরেক ওপেনার মুরশিদা খাতুন করেন ৪৪ রান। স্বাগতিক ওপেনার নাহিদা খানের হাফসেঞ্চুরির জবাব হাফসেঞ্চুরিতেই দেন ফারজানা হক। ছয় চারে ৬৭ রান করে তিনি বাংলাদেশ ইনিংসের ভিতটা শক্ত করে দেন। বলের পর ব্যাট হাতে দলকে টানেন রুমানা আহমেদ। ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে দলকে এগিয়ে দেন তিনি। শেষদিকে কিণ্ডু তিনজন ব্যাটার দুইয়ের ঘরে পৌঁছানোর আগে ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। কঠিন পরিস্থিতিতে ৭ রান করে দলকে বাঁচিয়ে দেন জাহানারা আলম। অপরাজিত ৪ রান করে দলের জয়ে কম অবদান রাখেননি নাহিদা আক্তারও। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে জয় পায় বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here