অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক. অনলাইন ডেস্ক..
করোনা প্রাদুর্ভাবে আইনজীবীদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম আদালতের বিজ্ঞ আইনজীবীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ২০২০’ইং কমিটি।

চট্টগ্রাম আদালতের নিজস্ব অর্থায়নে অ্যাম্বুলেন্স ও আরো বিভিন্ন চিকিৎসা সামগ্রী ক্রয় করা হয়। আইনজীবী পরিবারের সেবায় অত্র অ্যাম্বুলেন্সটি দিনরাত ২৪ ঘন্টা অবিরাম সেবায় নিয়োজিত থাকবে বলে জানা যায়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি (চজেআস) ২০২০’ইং কমিটির উদ্যোগে চট্টগ্রামের করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে আইনজীবীদের দেহ সুরক্ষিত রাখা ও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

(চজেআস) এর সম্মানিত সাধারণ সম্পাদক এ.এইচ.এম জিয়াউদ্দিন জানান আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম অংশ হিসেবে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে পেরে সত্যিই খুব আনন্দিত বোধ করছি।

তিনি আরো জানান বিজ্ঞ আইনজীবীদের সেবায় সদা তৎপর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। অবিরাম সেবা নিশ্চিতে সদা নিয়োজিত আমাদের মেডিক্যাল রেসপন্স টিম।

অক্সিজেন সরবরাহ, করোনা পরীক্ষা, নেবুলাইজার সরবরাহ হতে শুরু করে যাবতীয় টেলি মেডিসিন সেবা কার্যক্রম চলছে আমাদের রেসপন্স টিমের মাধ্যমে।

আরো পড়ুন: আইন আদালতের সর্বশেষ খবর