ভোলা জেলা জজ করোনা আক্রান্ত, শারীরিক অবস্থার অবনতি
ভোলার জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক করোনা আক্রান্ত হয়ে ঢাকা সি এম এইচ হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষ ব্যবস্থায় হ্যেলিকাপ্টার যোগে ভোলা থেকে ঢাকায় নেওয়া হয়। ভোলা জেলা ও দায়রা জজ আদালত সূত্রে এমনটিই জানা যায়।
একধিক সূত্রে জানা যায়, করোনা শুরু থেকেই ভোলায় অবস্থান করছেন ভোলা জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক। তারপর থেকে আদালত বন্ধ থাকলেও লকডাউন শেষে পূনরায় ভার্চূয়াল আদালত পরিচালনা করেন তিনি। গত বুধবার থেকে কয়েক দিন আগে শরীরে অসুস্থতা অনুভব করলে করোনা নমুনা পাঠান বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার সকালে তার নমুনা রেজাল্ট পজিটিভ আসে। পরে বিকেলে শারীরিক অবস্থা অবনতি হলে বিশেষ হ্যেলিকাপ্টার যোগে ঢাকা সিএসএইচ হাসপাতালে ভর্তি হন। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানা যায়।
আরো পড়ুন: করোনাভাইরাস