চলতি বছরের ১৬ মে পার্লামেন্ট অধিবেশনে স্কুল শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করে ফ্রান্স। কিণ্ডু ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর বেয়নের একটি মসজিদে সোমবার দুপুরে একজন কট্টরপন্থীর হামলায় গুলিতে দুজন বৃদ্ধ গুরুতর আহত হওয়ার পর অভিভাবকদের হিজাব পরা নিষিদ্ধ হয়।
এখন থেকে ফ্রান্সের আইন অনুযায়ী স্কুলে আনা-নেয়া কিংবা স্কুলের অন্য কোনো সফরে শিক্ষার্থীদের সঙ্গে থাকা অভিভাবকরা মাথায় কোনো ধরনের হিজাব ব্যবহার করতে পারবেন না।
মঙ্গলবার সিনেটে বিলটির পক্ষে ১৬৩ জন সিনেটর ভোট দিলেও এর বিপক্ষে ভোট দেন ১১৪ জন। তবে বিলটি আইন আকারে কার্যকর হতে দেশটির ন্যাশনাল এসেম্বলিতে অনুমোদন পেতে হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানান, ইউরোপের প্রথম দেশ ফ্রান্স। যেখানে ৫০ লাখ মুসলমান বসবাস করে আসছে। জনসম্মুখে স্কার্ফ পরা প্রচলিত থাকলেও স্কুলে স্কার্ফ পরার বিষয়ে বিধি মেনে চলতে হবে।