কোভিড-১৯ মহামারীতে প্রাণহানি ও আক্রান্ত বেড়েই চলেছে যুক্তরাষ্ট্র। রোজ হাজারো মানুষ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন।এ পর্য ন্ত প্রাণহানি লাখ ছুঁই ছুঁই। আক্রান্তও বেড়েই চলেছে সমানতালে। বলা চলে করোনা ঝড়ে লণ্ডভণ্ড ট্রাম্পের দেশ।
সর্বশেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১১শ’র বেশি মানুষ মারা গেছেন করোনাভাইরাসে।
কোভিড-১৯ এ প্রাণহানি ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়াল্ডওমিটারের র্সবশেষ তথ্যানুযায়ী, রোববার সকাল ৯ টা পর্যংন্ত যুক্তরাষ্ট্রে ৯৮ হাজার ৬৮৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। আর মোট সংক্রমণ ধরা পড়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জনের দেহে। এছাড়া আক্রান্ত থেকে সেরে উঠেছেন ৪ লাখ ৪৬ হাজার ৯১৪ জন।
এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) কভিড-১৯ এ আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ১,১২৭ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯৭ হাজার ৪৮ জন, যা বিশ্বে সর্বোচ্চ।
একদিনে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। প্রায় ২১ হাজার নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৬ লাখ ২১ হাজার ৬৫৮ জন, যা বিশ্বে মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৯ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪২ হাজার মানুষের। সুস্থ হয়েছেন ২১ লাখ ১২ হাজার।
আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, ৩ লাখ ৪৭ হাজার। তৃতীয়স্থানে আছে রাশিয়া, ৩ লাখ ৩৫ হাজার।
চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, ২ লাখ ৫৮ হাজার; পঞ্চমস্থানে স্পেন, ২ লাখ ৩৫ হাজার।
মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য, ৩৬ হাজার ৭০০ ছাড়িয়েছে। তৃতীয়স্থানে আছে ইতালি, ৩২ হাজার ৭০০।
আটাশ হাজার ৬০০ ছাড়ানো মৃত্যু নিয়ে চতুর্থস্থানে আছে স্পেন। চারশোর মতো মৃত্যু কম নিয়ে পঞ্চমস্থানে আছে ফ্রান্স। ২২ ছাড়ানো মৃত্যু নিয়ে ষষ্ঠস্থানে আছে ব্রাজিল।
আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে ভারতে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৪০০; মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬৮ জন।
শনিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত সংখ্যা ৩২ হাজার ৭৮ জন; মৃতের সংখ্যা ৪৫২ জন।
আরো পড়ুন: করোনাভাইরাসের আপডেট খবর