এস আলম

একের পর এক করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পরিবার। বড় ভাই মারা যাওয়ার পরের দিনই আরেক দুঃসংবাদ পেল এই পরিবার। এবাব করোনায় আক্রান্ত হয়েছেন সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম (৮৫) ও ছেলে আহসানুল আলম (২৫)।

শনিবার (২৩ মে) ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) প্রকাশিত রেজাল্ট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সাইফুল আলম মাসুদের মা চেমন আরা প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বাবুর বোন ও ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের আপন ফুফু। আর আহসানুল আলম ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে শুক্রবার (২২ মে) রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম।

গত ১৭ মে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। ১৬ মে মোরশেদসহ তার পরিবারের ৬ সদস্য চমেক ল্যাবে নমুনা দেন।

ওই দিন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাইসহ ও তার এক ভাইয়ের বউসহ মোট ৬ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।

করোনায় মারা যাওয়া মোরশেদুল আলম ছাড়াও আক্রান্ত হয়েছিলেন, এই গ্রুপের পরিচালক ৬০ বছর বয়সী রাশেদুল আলম, একই গ্রুপের ভাইস চেয়ারম্যান ৫৩ বছর বয়সী আবদুস সামাদ লাবু, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম এবং গ্রুপের আরেক পরিচালক ৪৫ বছর বয়সী ওসমান গণি। তাদের এক ভাইয়ের স্ত্রী ৩৬ বছর বয়সী ফারজানা পারভী।

আরো পড়ুন: করোনায় মারা গেলেন এস আলম গ্রুপের এক পরিচালক মোরশেদুল আলম