১৭তম মৃত্যুবার্ষিকী গতকাল রবিবার যথাযোগ্য মর্যদায় পালন করা হয়। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ এ.কে.এম. ফজলুল কবির চৌধুরীর সহধর্মিনী, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর মাতা মরহুম বেগম সাজেদা কবির চৌধুরীর ৷ এ উপলক্ষে রাউজানের গহিরাস্থ নিজবাড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মরহুমের কবর জিয়ারত, দোয়া, মিলাদ মাহফিল ও পুষ্পার্ঘ্য অর্পণ। মরহুমের কবর জেয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। কর্মসূচিতে অংশ নেন মরহুমার ছেলে এবিএম ফজলে করিম চৌধুরী, এবিএম ফজলে রাব্বি চৌধুরী মানিক, এবিএম ফজলে শহীদ চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আবদুল ওহাব, উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবীর সোহাগ, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এম আবু তৈয়ব, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, আফতাব রহিম চৌধুরী, দৌহিত্র ফাহিক শহীদ চৌধুরী, আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ কপিল উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ একেএম আবদুর রশীদ, কাজী মো. ইকবাল, স্বপন দাশগুপ্ত, বশির উদ্দিন খান, সরোয়ার্দী সিকদার, জমির উদ্দিন পারভেজ, আলহাজ নুর মোহাম্মদ, ফৌজিয়া খানম মিনা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here