ভারত

ভারতের পশ্চিববঙ্গ ও দিঘায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন আম্পান। দেশটির আবহাওয়া জানিয়েছে চার ঘণ্টা তাণ্ডব চালাবে সাইক্লোনটি।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘণীভূত হয়ে ঝড়টি গত ৩ দিনে নিজের শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোন অর্থাৎ ভযঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

তবে আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে এর শক্তি কমার সম্ভাবনা রয়েছে।পূর্ব সতর্কতা হিসেবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ৩ লাখেরও বেশি মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

খবরে বলা হচ্ছে, ঘূর্ণিঝড় আম্পান প্রবল বেগে পশ্চিমবঙ্গের দিঘা হয়ে বাংলাদেশের হাতিয়ার দিকে বয়ে যাবে। এর ফলে এ রাজ্যে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি চলতে থাকবে লাগাতার বৃষ্টি।

এদিকে পূর্ব উপকূলে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে “হাই অ্যালার্ট” বা “চূড়ান্ত সতর্কতা” জারি করা হয়েছে।

আরো পড়ুন: ঘূর্ণিঝড় আম্পান