করোনার নমুনা পরীক্ষা করার অনুমোদন পেয়েছে চট্টগ্রামের বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্র শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাইভেট) লিমিটেড।
স্বাস্থ্য অধিদফতর থেকে এই অনুমোদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার পুলক পারিয়াল।
তিনি দেশ জনতার বাণীকে বলেন, করোনা পরীক্ষার জন্য সোমবার (১৮ মে) সরকারের স্বাস্থ্য অধিদফতর থেকে অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষা করানোর জন্য প্রতিষ্ঠানের যেসব প্রস্তুতি প্রয়োজন তা নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অতি দ্রুত আমরা পরীক্ষার কার্যক্রম শুরু করতে পারবো। তবে শুধুমাত্র শেভরনের হালিশহর শাখায় এই করোনা পরীক্ষা করা যাবে।
যেহেতু বিষয়টি খুবই স্পর্শকাতর তাই আমরা সম্পূর্ণ আলাদাভাবে এই টেস্ট করবো। প্রতিটি পরীক্ষার জন্য সরকার নির্ধারিত মূল্য সাড়ে ৩ হাজার টাকা দিতে হবে রোগীকে।
আরো পড়ুন: চট্টগ্রামের সর্বশেষ আপডেট