মানববন্ধন

সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় অবস্থিত হাফিসজুট মিলস শ্রমিকরা পাঁচদফা দাবীতে মানববন্ধন করেছে ।

করোনা ভাইরাসের কারণে সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটির মজুরী প্রদানে বৈষম্যমূলক আচরণ এবং জুট মিলের শ্রমিকদের সাধারন ছুটির পয়সা পরিশোধ করা হবেনা বিজেএমসি’র এমন ঘোষণার প্রতিবাদে রাষ্ট্রায়ত্ব পাটকল হাফিজজুট মিলস এর সামনে তারা এ মানববন্ধন করেন ।

আজ সোমবার (১৮ মে) সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে মিলের শত শত নারী, পুরুষ শ্রমিক অংশ নেয়। হাফিজ জুট মিলের সিবিএ ও নন সিবিএ’র যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধণে বিশৃংখলা এড়াতে হাফিজজুট মিলস এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,এএসপি সীতাকুণ্ড সার্কেল শম্পা রানী সাহা,মডেল থানার ওসি ( তদন্ত) শামীম শেখ, ওসি (অপারেশন) আবুল কালামসহ সীতাকুণ্ড মডেল থানা ও ইন্ড্রাস্টিরিয়াল পুলিশের বিপুল সংখ্যক সদস্য এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন হাফিজজুট সিবিএ সভাপতি ও শ্রমিক লীগ নেতা মোঃ আবু তাহের, শ্রমিকদলের সাধারণ সম্পাদক রবিউল হকসহ বিভিন্ন নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।

আরো পড়ুন: সীতাকুণ্ডে ত্রান বিতরণ