এস আলম গ্রুপ

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান চট্টগ্রামের এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ৫ ভাইসহ পরিবারের মোট ৬ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রোববার (১৭ মে) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এ তথ্য পায় স্বাস্থ্য বিভাগ। এরপরই রাত সাড়ে ১২ টায় সাইফুল আলম মাসুদের পরিবারের বসবাস করা সুগন্ধা আবাসিকের ভবনটি লকডাউন করতে যায় পুলিশ।

করোনা আক্রান্তরা হলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই যথাক্রমে এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ (লাবু), একই গ্রুপের মালিকানাধীন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম। এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম। ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম। এস আলম গ্রুপের পরিচালক ওসমান গণি এবং ফারজানা পারভীন নামে পরিবারের একজন গৃহকর্মী।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাবে সর্বমোট ১৩০ টি নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে সর্বমোট ৩৪ জনের ফলাফল পজেটিভ আসে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ৩১ জন ও উপজেলার ২ জন রয়েছে। নগরের ৩১ জনের মধ্যে দুজন রোগীর রিটেস্ট করা হয়েছে। নগরের এই ৩১ জনের মধ্যে সুগন্ধা আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ৬ বাসিন্দার করোনা রিপোর্টও পজেটিভ আসে। তারা প্রত্যেকেই এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের নিকটাত্মীয়।

আরো পড়ুন: ঈদের আগে চট্টগ্রামে প্রবেশ ও বহিরে কড়াকড়ি