চট্টগ্রামে প্রবেশ ও বাহিরে সিএমপির কড়াকড়ি

জনতার ডেস্ক: দেশ জনতার বাণী

সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক চট্টগ্রাম নগরবাসীর সুরক্ষার স্বার্থে নগরীর প্রবেশ মূখে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে। সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয় সহ সংক্রামক ব্যাধি থেকে জনগণকে মুক্ত রাখার ক্ষত্রে একে অপরের সংস্পর্শে না এসে সামাজিক দুরত্ব বজায়ে রাখার জন্য জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে এমন সিদ্ধান্ত।

১৭ মে রবিবার, সিএমপি পিআর কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নগরবাসীর বৃহৎ স্বার্থে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে ১৭ মে, ২০২০ রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বাহির পথে সিএমপি কর্তৃক বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

কোন ব্যক্তি বা পরিবহন একান্ত জরুরী প্রয়োজন ব্যতীত যাতে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ বা বাহিরে যেতে না পারেন সেজন্য আজ সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট জোরদার করা হয়েছে।

জরুরী সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন সমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে। এমতাবস্থায় যথোপযুক্ত কারণ ব্যতীত কোন ব্যক্তি বা যানবাহন নগরীতে প্রবেশ ও বাহির হবার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে সম্মানিত নাগরিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি ।

আরো পড়ুন: করোনাভাইরাস