শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে ১০ বছরের দন্ডপ্রাপ্ত এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যারব।১০ বছরের দন্ডপ্রাপ্ত এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যা ব।
পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার জামাল আহম্মদের পুত্র লুৎফুর রহমান ওরফে লুতিয়া ওরফে মানিককে (৩৪) আটক করে র্যা বের একটি টিম। এ সময় তার হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৪ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ২৪ লাখ ২৫ হাজার টাকা।