করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারিতে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আড়াই হাজার টাকার নগদ সহায়তা কার্যক্রমে উপকারভোগীদের তালিকায় হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে।
হবিগঞ্জের লাখাই উপজেলায় সাড়ে ৬ হাজার পরিবার এ সহায়তা পাবে। তবে তালিকায় একই মোবাইল নম্বর ভিন্ন নামে ব্যবহার হয়েছে সর্বোচ্চ ২শ বার। আবার বাগেরহাটের শরণখোলায় সুবিধাভোগী ৪০ জনের নামের পাশে এক ইউপি সদস্যের মোবাইল নম্বর দেয়া হয়েছে।
অনিয়মের ফলে অনেক অসচ্ছলের প্রণোদনা পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জাতির সংকটময় মুহূর্তে বিপাকে পড়া মানুষদের তালিকায় এই অনিয়ম অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করছেন সচেতন মহল। এ নিয়ে জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। উপকারভোগীরাও পড়েছেন দুশ্চিন্তায়।
হবিগঞ্জ: জানা যায়, লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে ৬ হাজার ৭২০টি পরিবার পাচ্ছে নগদ আড়াই হাজার করে সরকারি টাকার সহায়তা । এর মধ্যে লাখাই ইউনিয়নে ১ হাজার ১৯৪ জন, মোড়াকরি ১ হাজার ১১৩, মুড়িয়াউক ১ হাজার ১৭৬, বামৈ ১ হাজার ২৪৬, করাব ১ হাজার ৬ ও বুল্লা ইউনিয়নে রয়েছেন ৯৮৫ জন। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে খসড়া তালিকা জমা দিয়েছেন জনপ্রতিনিধিরা।
তালিকা পর্যবেক্ষণে দেখা যায়, মুড়িয়াউক ইউনিয়নে ৪টি মোবাইল নম্বর ব্যবহার হয়েছে ৩০৬ জনের নামের পাশে। আর এই নম্বরগুলো পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইয়ের ঘনিষ্টজনদের। এছাড়া তালিকায় যুক্ত হয়েছে অনেক বিত্তশালী ও জনপ্রতিনিধিদের আত্মীয়-স্বজনের নাম। রয়েছেন স্বামী-স্ত্রীসহ একই পরিবারের একাধিক সদস্যও।
একটি ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের বসবাস না থাকলেও লেখা হয়েছে তাদের নাম। অসংখ্যবার ব্যবহৃত মোবাইল নম্বরগুলো হলো- ০১৯৪৪৬০৫১৯৩, ০১৭৪৪১৪৯২৩৪, ০১৭৮৬৩৭৪৩৯১ ও ০১৭৬৬৩৮০২৮৪। এছাড়া আরো ৩০টি নম্বর ব্যবহার করা হয়েছে ১০ থেকে বারোজনের নামের পাশে।
শুধু মুড়িয়াউকই নয়, উপজেলার ৬টি ইউনিয়নেই এ ধরনের ভুল হয়েছে এবং সর্বোচ্চ ২শ বার একেকটি মোবাইল নম্বর ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনে কর্মরত এক কর্মচারী।
এ ব্যাপারে মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই জানান, অল্প সময়ের মধ্যে তালিকা তৈরির কারণে ভুল হয়েছে। অসংখ্যবার মোবাইল নম্বর ব্যবহারের ভুলটি করেছেন উপজেলা প্রশাসনের কম্পিউটার অপারেটররা। যেগুলো সংশোধনের কাজ চলমান। বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনুও জানান একই কথা। পুনরায় শুদ্ধভাবে তালিকা তৈরিতে তিনি তার লোকজনকে নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের কম্পিউটার অপারেটররা জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা অসম্পন্ন খসড়া তালিকা দিয়েছেন। অল্প সময়ের মধ্যে আমরা তা সম্পন্ন করি। ভুলবশত একেকটি নম্বর অনেকবার ব্যবহার হয়েছে।
বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন মধ্যবিত্ত ও হতদরিদ্রদের প্রতি পরিবারকে প্রধানমন্ত্রী ঘোষিত ২৫০০ টাকার সহায়তা এর তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। সুবিধাভোগী ৪০ জনের নামের পাশে এক ইউপি সদস্যের মোবাইল নম্বর দেয়া হয়েছে। এছাড়াও হতদরিদ্রদের এই তালিকায় সরকারি সুবিধাপ্রাপ্ত স্বচ্ছল ব্যক্তির নামও রয়েছে। ফলে ওই তালিকা সংশোধনে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত চূড়ান্ত তালিকা শরণখোলা উপজেলা পরিষদে জমা দেয়ার পরও তা যাচাই-বাছাই করতে গিয়ে এ সকল অনিয়ম ধরা পড়ার পর সমালোচলা শুরু হয়। শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে খোন্তাকাটায় এই অনিয়মের মাত্রা একটু বেশি বলে জানান সংশ্লিষ্টরা।
তালিকায় সংশ্লিষ্ঠ ব্যক্তির নামের পাশে তার মোবাইল নম্বর সংযুক্ত করার বিধান থাকলেও কতিপয় ইউপি সদস্য অসৎ উদ্দেশ্যে তার নিজের নম্বরটি দিয়েছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৫০০ টাকা করে প্রত্যেক পরিবারকে প্রদানের বিষয়টি নিশ্চিত হয়ে সেই টাকা নিজের পকেটে আনতেই তারা এই অপকৌশলের আশ্রয় নিয়েছেন।
এছাড়াও প্রকৃত হতদরিদ্রদের পাশ কাটিয়ে অপেক্ষাকৃত সচ্ছল ও সরকারি অন্যান্য সুবিধাভোগীদের নামও ওই সকল ইউপি সদস্য তালিকায় দিয়ে উপজেলা প্রশাসনে জমা দিয়েছেন। চারটি ইউনিয়নের তালিকা যাচাই বাছাই করতে গিয়ে এসব অনিয়ম ধরা পড়ায় এখন উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাদের বাড়ি বাড়ি পাঠিয়ে তালিকা সংশোধন করা হচ্ছে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রস্তুতকৃত তালিকায় অসঙ্গতি ধরা পড়ায় তা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। দুস্থ ও হতদরিদ্রের নামের পাশে এক ইউপি সদস্যের মোবাইল নম্বর ৪০ জনের নামের পাশে দেয়া ছাড়াও সচ্ছল ও সরকারের অন্যান্য সুবিধাভোগ করছে এমন ব্যক্তিদের নামও তালিকায় স্থান পেয়েছে।
এ কারণে অনিয়ম ঠেকাতে সরকারি কর্মকর্তাদের দিয়ে সঠিক তালিকা করা হচ্ছে। আগামী ১৭ মে সংশ্লিষ্ট দফতরে এই তালিকা পাঠানো হবে। তলিকা প্রণয়নে অনিয়মনের সঙ্গে জড়িত ইউপি সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আরো পড়ুন: সারাদেশের আপডেট