ইফতার

যাতানূরাইন ফাজিল মাদ্রাসার ২০১০ সালের দাখিল ব্যাচের উদ্যোগে তাদের সহপাঠীদের নিয়ে প্রতিবছরের ন্যায় এই বছর ও ইফতার পোগ্রাম সম্পন্ন করেছে।
করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে চলমান লক-ডাউনের কারনে আংশিকভাবে প্রতিষ্ঠানটির ২০১০ সালের দাখিল পরিক্ষার্থীদের নিয়ে ইফতার প্রোগ্রাম (১৫ মে শুক্রবার) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করেছে।

ইফতার প্রোগ্রামের ব্যবস্থাপক ও অত্র মাদ্রাসার প্রাক্তন কৃতি ছাত্র এরফানুল হক মিনু জানান, করোনার কারনে একদম সীমিত আকারে আমাদের দাখিল ২০১০ ব্যাচের অল্প কয়েকজনের উপস্থিতিতে আমরা প্রোগ্রাম সম্পন্ন করেছি।
চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার রায়ছটা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান যাতানূরাইন ফাজিল মাদ্রাসা প্রাক্তন দাখিল/এস.এস.সি ২০১০ ব্যাচের ইফতার প্রোগ্রামে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ও ১৯৯২ ব্যাচের (দাখিল) ছাত্র অধ্যাপক ওয়ালিউল্লাহ,
দাখিল ২০১০ ব্যাচের কৃতি ছাত্র ও বর্তমান পূবালী ব্যাংকের অফিসার মোস্তাকিমুল হক, ইসলামি ব্যাংকে কর্মরত আব্দুল্লাহ আল মাসুদ, মো: কাইসার, সহকারী শিক্ষক এম. আরাফাত, প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ ফয়সাল, সাদ্দাম হোসেন, হেলাল, ইব্রাহিম প্রমুখ।

আরো পড়ুন : ইসলাম ও জীবণ