সীতাকুণ্ড উপজেলা পরিষদের মাধ্যমে ৫ হাজার মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকালে উপজেলা পরিষদ চত্বরে ত্রান বিতরণ কার্যক্রম শুরু করেন উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আল মামুন।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, সাংবাদিক বিপুল দেব রায়, সাইফুল ইসলাম রুবেল, বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুল আলম রাজু প্রমুখ।
সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন ত্রান বিতরণকালে বলেন, করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ায় যারা আর্থিক সংকটে আছেন তাদের পাশে দাড়ানোর
উদ্দেশ্যে সমগ্র উপজেলায় মোট ৫ হাজার মানুষকে ত্রান বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার মোট ৫৪০ জনকে ত্রান প্রদান করা হয়েছে। ঠিক একইভাবে প্রত্যেক ইউনিয়নে মানুষের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।
আরো পড়ুন: সীতাকুন্ডে চাল বিতরণ