অস্ত্র তৈরির কারখানার
উদ্ধারকৃত অস্ত্র

চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দূর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ দুইজন কারিগরকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দূর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ের উপর পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালার নিচে অস্ত্র তৈরীর কারখানা রয়েছে।

উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ মে র‌্যাব-৭ এর একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অস্ত্র তৈরীর প্রধান কারিগর আসামী মোঃ রোকন (৩৮) ও মোঃ আবদুল (৩২) আটক করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের নিয়ন্ত্রনাধীন পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালার নিচে অনুসন্ধান চালিয়ে ০৪ টি দেশীয় তৈরী ওয়ানশুটারগান, ০৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরীর বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়।

আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে দূর্গম পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানায় অস্ত্র তৈরী করে পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ পার্শ্ববতী বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

আরো পড়ুন: চট্টগ্রাম